বিশেষ প্রতিনিধি :
বাহরাইনে ঘুমন্ত অবস্থায় মারা গেলেন ১ বাংলাদেশি
বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মারা গেছেন বলে খবর পাওয়া গেছে দেশটির স্থানীয় পুলিশ নিহত বাংলাদেশির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
জানা যায় মো. হযরত আলী বাহরাইন এর জিদ-হাফস এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান।
মো. হযরত আলীর দেশের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের বাসিন্দা।
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন নিহত প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পরিবারের কাছে দ্রুত পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
মো. হযরত আলীর মৃত্যুতে দেশটির স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।