আজ || বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপি সানাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন       ফেনীতে ১২ লাখ টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা, মরদেহ উদ্ধার করে পুলিশ       ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের    
 


কাতারে প্রবাসীদের সম্মানে ফেনী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোশারফ হোসেন জনি:

কাতারে প্রবাসীদের সম্মানে ফেনী সমিতির ইফতার মাহফিল কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে ফেনী প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে ফেনী সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে।

সহকর্মী M,H, JONY জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম. শাখাওয়াত খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কিউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির। সহ-সভাপতি আইনুল কবির বাবু ও ওমর শরীফ হাজারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সেলিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কালাম বাহার, গিয়াস উদ্দিন বাকী, শওকত আলী সোহাগ, সহ-সভাপতি কমাল উদ্দিন, আকাশ, আমির,সজীব,
সহ কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির ও বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দ।


দোয়া মাহফিল পরিচালনা করেন দেশ থেকে আগত মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

অনুষ্ঠান শেষে সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়। ইফতারের স্পনসর ছিল নাজমার হই চই রেষ্টুরেন্ট।


Top