আজ || শনিবার, ১২ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে

মো. স্বপন মজুমদার:

বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে।

শনিবার দেশটির ইসা টাউন এলাকায় জুবায়ের বিন আওয়াম মসজিদে তারাবীর নামাজের পর কালামে মাজিদের সূরেলা তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়

ধারাবাহিক দাওরায়ে তাফসির যা পুরো রমজান মাস কোরআনের ব্যাখ্যা ও শিক্ষা বিশ্লেষণের মাধ্যমে মানুষ ও ঐশ্বরিক বাণীর সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা চলবে।

কোরআন এসেছে মানুষের জীবন ও চিন্তাভাবনাকে নতুন করে সাজাতে এই স্লোগানে প্রতি রমজান মাসে  সারে সাত পারা করে  কুরআনের  তেলায়াত,  বাংলা সরল তরজমা এবং  সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়ে থাকে এবং চার বছরে পবিত্র কুরআনের পরিপূর্ণ তাফসীর শেষ হয়।

দেশটির ৩টি শহরে, মানামা, ইসা টাউন, ও হামাদ টাউন মাস ব্যাপী চলবে এর আয়োজন। ঈশা টাউনে তাফসীর করেন মাওলানা হাসান আল বান্না।তেলাওয়াত করেন হাফেজ শাহ আলম, অনুবাদক করেন কাজী রোমান।

এসময় উপস্থিত ছিলেন, ঈসা টাউন জোন তাফসীর মাহফিলের সভাপতি মুহাম্মদ সেলিম,, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, খায়রুল বাশার,গিয়াসউদ্দিন মিয়াজি এবং জয়নাল আবেদীন সহ অনেকে।


Top