আজ || শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


বাহরাইনে বিডি ফুডস এর মাসিক সেলস টিমের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

“বিডি ফুডসের সামগ্রী দেশ প্রেমের রেসিপি”
এই স্লোগান কে সামনে রেখে “বিডি ফুডস” গত জানুয়ারি থেকে মধ্যেপ্রাচ্যাের দেশ বাহরাইন প্রবাসীদের হাতের নিকটে ।

*Unic International Business Group ( UIBG)*
বিডি ফুডসের ডিসট্রিবিটরের বাহরাইন দক্ষ জনশক্তি গড়ার লক্ষে এর এমডি ও উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায়


(১ আগস্ট) সোমবার বিডি ফুডসের নিজস্ব হল রুমে মাসিক সেলস টিমের আলোচনা শুরু হয়।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান তিনি বলেন বাংলাদেশি পন্য আমদানিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও রেমিট্যান্স বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে।

তা দক্ষ হাতে প্রত্যেক প্রবাসীদের নিকট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সকল সেলসটিমের সদস্য বৃন্দু কে।

বিডি ফুডেসের পন্য মান ও গুনে অনেক এগিয়ে থাকায় বাহরাইন প্রবাসীদের মনে স্থান করে নিয়েছেন।

সবসময় বিডি ফুডসের পন্যের এই মান ও গুন এগিয়ে থাকবে।

আগামীতে ও দক্ষ জনশক্তি গঠনে ও বাংলাদেশের সুনাম অর্জনে যেকোনো ভুমিকা রাখতে কোম্পানির প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসটি আই মিডিয়ার সেলস এক্সিকিউটিভ আবদুল হালিম ফয়সাল এবং বিডি ফুডসের ম্যানাজার মোহাম্মদ আইয়ুব সহ সেলস টিমের সকল সদস্য বৃন্দ।


Top