আজ || মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা    
 


বাহরাইনে বিডি ফুডস এর মাসিক সেলস টিমের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

“বিডি ফুডসের সামগ্রী দেশ প্রেমের রেসিপি”
এই স্লোগান কে সামনে রেখে “বিডি ফুডস” গত জানুয়ারি থেকে মধ্যেপ্রাচ্যাের দেশ বাহরাইন প্রবাসীদের হাতের নিকটে ।

*Unic International Business Group ( UIBG)*
বিডি ফুডসের ডিসট্রিবিটরের বাহরাইন দক্ষ জনশক্তি গড়ার লক্ষে এর এমডি ও উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায়


(১ আগস্ট) সোমবার বিডি ফুডসের নিজস্ব হল রুমে মাসিক সেলস টিমের আলোচনা শুরু হয়।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান তিনি বলেন বাংলাদেশি পন্য আমদানিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও রেমিট্যান্স বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে।

তা দক্ষ হাতে প্রত্যেক প্রবাসীদের নিকট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সকল সেলসটিমের সদস্য বৃন্দু কে।

বিডি ফুডেসের পন্য মান ও গুনে অনেক এগিয়ে থাকায় বাহরাইন প্রবাসীদের মনে স্থান করে নিয়েছেন।

সবসময় বিডি ফুডসের পন্যের এই মান ও গুন এগিয়ে থাকবে।

আগামীতে ও দক্ষ জনশক্তি গঠনে ও বাংলাদেশের সুনাম অর্জনে যেকোনো ভুমিকা রাখতে কোম্পানির প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসটি আই মিডিয়ার সেলস এক্সিকিউটিভ আবদুল হালিম ফয়সাল এবং বিডি ফুডসের ম্যানাজার মোহাম্মদ আইয়ুব সহ সেলস টিমের সকল সদস্য বৃন্দ।


Top