আজ || বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার       ফেনীর দাগনভূঞায় শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে উপহার বিতরণ       পানি সন্ত্রাস বন্ধ করতে প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত       ফেনীর দাগনভূঞায় বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ       থানায় ব্যর্থ হয়ে আদালতে বিএনপি নেতা আকবর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা       ফেনীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর খাদ্যসামগ্রী বিতরণ       বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে কমলো জ্বালানি তেলের দাম, রোববার থেকে কার্যকর       বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক       ফেনীর পরশুরামের খালের বাঁধ কাটতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ    
 


বাহরাইনে বিডি ফুডস এর মাসিক সেলস টিমের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

“বিডি ফুডসের সামগ্রী দেশ প্রেমের রেসিপি”
এই স্লোগান কে সামনে রেখে “বিডি ফুডস” গত জানুয়ারি থেকে মধ্যেপ্রাচ্যাের দেশ বাহরাইন প্রবাসীদের হাতের নিকটে ।

*Unic International Business Group ( UIBG)*
বিডি ফুডসের ডিসট্রিবিটরের বাহরাইন দক্ষ জনশক্তি গড়ার লক্ষে এর এমডি ও উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায়


(১ আগস্ট) সোমবার বিডি ফুডসের নিজস্ব হল রুমে মাসিক সেলস টিমের আলোচনা শুরু হয়।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান তিনি বলেন বাংলাদেশি পন্য আমদানিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও রেমিট্যান্স বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে।

তা দক্ষ হাতে প্রত্যেক প্রবাসীদের নিকট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সকল সেলসটিমের সদস্য বৃন্দু কে।

বিডি ফুডেসের পন্য মান ও গুনে অনেক এগিয়ে থাকায় বাহরাইন প্রবাসীদের মনে স্থান করে নিয়েছেন।

সবসময় বিডি ফুডসের পন্যের এই মান ও গুন এগিয়ে থাকবে।

আগামীতে ও দক্ষ জনশক্তি গঠনে ও বাংলাদেশের সুনাম অর্জনে যেকোনো ভুমিকা রাখতে কোম্পানির প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসটি আই মিডিয়ার সেলস এক্সিকিউটিভ আবদুল হালিম ফয়সাল এবং বিডি ফুডসের ম্যানাজার মোহাম্মদ আইয়ুব সহ সেলস টিমের সকল সদস্য বৃন্দ।


Top