আজ || শনিবার, ১২ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


বাহরাইনে বিডি ফুডস এর মাসিক সেলস টিমের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

“বিডি ফুডসের সামগ্রী দেশ প্রেমের রেসিপি”
এই স্লোগান কে সামনে রেখে “বিডি ফুডস” গত জানুয়ারি থেকে মধ্যেপ্রাচ্যাের দেশ বাহরাইন প্রবাসীদের হাতের নিকটে ।

*Unic International Business Group ( UIBG)*
বিডি ফুডসের ডিসট্রিবিটরের বাহরাইন দক্ষ জনশক্তি গড়ার লক্ষে এর এমডি ও উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায়


(১ আগস্ট) সোমবার বিডি ফুডসের নিজস্ব হল রুমে মাসিক সেলস টিমের আলোচনা শুরু হয়।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান তিনি বলেন বাংলাদেশি পন্য আমদানিতে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও রেমিট্যান্স বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে।

তা দক্ষ হাতে প্রত্যেক প্রবাসীদের নিকট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সকল সেলসটিমের সদস্য বৃন্দু কে।

বিডি ফুডেসের পন্য মান ও গুনে অনেক এগিয়ে থাকায় বাহরাইন প্রবাসীদের মনে স্থান করে নিয়েছেন।

সবসময় বিডি ফুডসের পন্যের এই মান ও গুন এগিয়ে থাকবে।

আগামীতে ও দক্ষ জনশক্তি গঠনে ও বাংলাদেশের সুনাম অর্জনে যেকোনো ভুমিকা রাখতে কোম্পানির প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসটি আই মিডিয়ার সেলস এক্সিকিউটিভ আবদুল হালিম ফয়সাল এবং বিডি ফুডসের ম্যানাজার মোহাম্মদ আইয়ুব সহ সেলস টিমের সকল সদস্য বৃন্দ।


Top