আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভূঞায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই

আবদুল্লাহ আল মামুন:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (তৃতীয় ধাপে) ফেনী জেলার দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের বাছাই করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে
মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপী স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বাছাই কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বাছাই কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক ৫ আনসার ব্যাটালিয়ন, ব্রাহ্মণবাড়িয়া মো. জানে আলম সুফিয়ান পিএএম।

প্রধান অতিথি মো. জানে আলম সুফিয়ান পিএএম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপজেলা পরিষদ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে আগ্রহভরে অত্যন্ত উৎফুল্লভাবে ভোট কেন্দ্রে আসতে পারে সেই জন্য আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলে সব সদস্যকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, ছাগলনাইয়া প্রশিক্ষক মাসুদ পারভেজ, ফুলগাজী প্রশিক্ষক কাউসার হামিদ ও মহিলা প্রশিক্ষিকা মনোয়ারা বেগম, পরশুরাম মহিলা প্রশিক্ষিকা পারভীন সুলতানা ও জেলা মনিটরিং মাঠকর্মী মোঃ মামুন প্রমুখ। এছাড়াও আনসার কমান্ডারসহ বিভিন্ন ইউনিয়নের দলপতি ও দলনেত্রী উপস্থিত ছিলেন।

 

আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবেন ১০৩২ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যা। ৭২টি ভোটকেন্দ্রের জন্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা প্রাথমিক পর্যায়ে ৭৫০ জন বাছাই করা হয়েছে। পরবর্তীতে ২৮২ জনকে বাছাই করা হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানাগেছে, প্রাথমিকভাবে কাগজপত্রগুলো যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তালিকা তৈরি করা হবে। সেখানথেকে পুনরায় যাচাই-বাছাই শেষে পূর্ণঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আরও জানাগেছে,
৭২টি ভোটকেন্দ্রের জন্য পিসি (অস্ত্রসহ) ৭২ জন, এপিসি (অস্ত্রসহ) ১৪৪ জন , পুরুষ ৪৭৪ জন,মহিলা ৩৪২ জন ভোটকেন্দ্রের নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, আগামী ২৯ মে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
অত্র উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১২২, পুরুষ ভোটার ১ লাখ চব্বিশ হাজার ৯৪৯জন, মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ১৭২ জন। ভোট কেন্দ্র ৭২টি, ৫৮২টি বুথ রয়েছে।


Top