আজ || সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু    
 


বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন

{"data":{"pictureId":"4f46c0899bc44533a7df1ef778fb0d0d","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বিশেষ প্রতিবেদক:

বৃহত্তর কুমিল্লা বাহরাইন প্রবাসীদের প্রাণের দাবি কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন।

রবিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৯ টায় বাহরাইন ইন্টারনেশ্যানাল হোটেলে পবিএ কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরামের সাধারন সম্পাদক আনিসুর রহমান।

কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও

আক্তারুজ্জামান সরকার,

ফিরোজ আলম কিরণ

এবং জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ি আইনুল হক সরকার।

গেষ্ট অফ অনার ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি আকবর হোসেন কচি।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম,

আব্দুল গনি মজুমদার,

 

খায়রুল বাসার,

ইমন, ইমরান,

মোহাম্মদ সেলিম,

মোস্তাক আহমেদ,

কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি মামুন আবদুস সাত্তার,

শাহাবুদ্দিন, মেঘনা প্রবাসী ঋণদান সমিতির সভাপতি নুরুল হক,

আবুল বাসার, রফিকুল ইসলাম,

আমিনুল ইসলাম,শাহনেওয়াজ, আবুল কালাম রাজ,

ফোরকান আহাম্মেদ, আরিফ দেওয়ান, সেলিম আহাম্মেদ,

মিনহাজ, সোহাগ মজুমদার, আমজাদ, ইলিয়াছ চৌধুরী, ইউসুফ মোল্লা, আলাউদ্দিন গাজী, লিটন সহ অনেকে।

সভায় বক্তারা কালক্ষেপণ না করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে দ্রুত কুমিল্লার নামে,

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানায়।

পরিশেষে বাহরাইন প্রবাসী এবং মুসলিম উম্মার জন্য সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়,

দোয়া পরিচালনা করেন শাহজাহান।


Top