
বিশেষ প্রতিবেদক:
ফেনীর দাগনভূঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিলোনিয়া ও বেকেরবাজার গণসংযোগ করে তুলাতুলি বাজারে গণসংযোগ করতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন, জেলা বিএনপির নেতাদের মদদে বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের লোকজন এ হামলা করেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক সদ্য কারামুক্ত হওয়ায় তার গ্রুপের নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে সংবর্ধনা সভার আয়োজন করেন। এ সময় আবদুল আউয়াল মিন্টুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাড়ি বহর আটকা পড়েন। পরে পুলিশ এসে বালুর ট্রাক সরিয়ে দিলে তিনি পরবর্তী সভার উদ্দেশ্যে যান। এ সময় বহরে থাকা নেতা কর্মীদের সাথে সংঘর্ষের আহতের ঘটনা ঘটে।
এদিকে, অভিযুক্ত কাজী জামসেদুর রহমান ফটিক হামলার বিষয়টি অস্বীকার করে জানান, আকবর হোসেনের লোকজনের হামলায় আমাদের ৮ জন আহত হয়েছে।
এ ব্যাপারে দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনা শুনেছি। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।