আজ || বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন

{"data":{"pictureId":"cc45261f3fe84a2a830afbc2e899c595","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বিশেষ প্রতিবেদক:

সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ১৯ তম যুব এশিয়ান গেমসে অংশ গ্রহনের লক্ষে বাংলাদেশ থেকে আগত জাতীয় কাবাডি ফেডারেশনের উচ্চমান অফিশিয়াল কর্মকর্তা ও নবীনগর উপজেলার কৃতি সন্তান এবং

বাংলাদেশ পুলিশ বাহিনীর স্পেশাল ব্রাঞ্চ এসবি’র উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন।

মঙ্গলবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৯ টায় বাহরাইন ইন্টারনেশ্যানাল হোটেলে মোল্লা মোঃ শাহজাহানের পবিত্র কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি এবং বিশেষ অতিথিদের কে সংগঠনের পক্ষ থেকে প্রথমে ফুলের তোরা দিয়ে বরণ করার পাশাপাশি সম্মাননা স্মৃতি স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও

সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো

এবং আমল নগর প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠনের সভাপতি বাদশাহ আলমগীরের যৌথ পরিচালনায়।

 

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়োর (এনডিসি)।

গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিতছিলেন, জাতীয় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি মোঃ আইনুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেনঃ সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ সোহেল মিয়া।

উপদেষ্টা কাজী মোঃ সাঈদ সাদেক, উপদেষ্টা মোঃ সেলিম হোসেন ও মোঃ হারুন।

সহ সভাপতি আব্দুল্লাহ জসিম, মোঃ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মুন্সি,

যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল, কামাল সরকার, জাহাঙ্গীর মৃধা, আনিছুর রহমান চুন্নু,

আপ্যায়ন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কামাল আব্দুল্লাহ্,

গন যেগাযোগ সম্পাদক লওহে মাহফুজ সহ বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে বাহরাইনে অবস্থানরত সকল বাংলাদেশী প্রবাসী সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আনোয়ার হোসেন।

এবং সর্বশেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।


Top