অনলাইন ডেস্ক :
ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার, ইউএমসিএসের পরিমাপ অনুযায়ী ভারত ও মিয়ানমার সীমান্তে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
এখনও পর্যন্ত এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।