আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


দুর্গোৎসব উপলক্ষে হিন্দু মহাজোট আল নাঈম বাহরাইন শাখার উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আল নাঈম বাহরাইন শাখার উদ্যোগে ৪র্থ বর্ষ আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় বাহরাইন স্থানীয় আল বুরহামা নামক বাংলাদেশ এম্বাসি সংলগ্ন কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান টির আয়োজন করা হয়।

পূজা কমিটির সভাপতি অবিনাশ পালের সভাপতিত্ব ও বিষ্ণুপদ দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যীশু (হিন্দুরত্ন)। প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি বকুল সূএধর, প্রধান আলোচকঃ ছিলেন পূজা কমিটির মহাসচিব বাবু দুলাল দাশ বিশেষ অতিথি ছিলেন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদন অনুকুল দেব নাথ, বিধান মজুমদার মানিক সরকার, পলাশ দাস, রাজীব চক্রবর্তী, সুকেশ দেব নাথ, অসীম দেব নাথ, হরিপদ রাজবংশী,তপন রাজ বংশী, মহেশ সূএধর দিপংঙ্কর সূএধর সুবাস পাল নিবাস দেব নাথ, বাসুদেব দাশ, রামানন্দ দাশ প্রান বিশ্বাস, ঝন্টু শীল

আরো উপস্থিত ছিলেন, রাজন পাল, দিপক দাশ, ছোটন দেবনাথ, রাহুল দেবনাথ, জহরলাল দাশ, রাম কৃষ্ণ চক্রবর্তী, সুজন সুএধর, নান্টু চক্রবর্তী, কুটন সূএধর, বাসুদেব, বাবুল পাল, কমল সূএদর, অপূর্ব দেব নাথ, সন্তোষ দাশ, সংকর দাশ, বাপ্পন সূএধর প্রমুখ।


Top