আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

শনিবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় দেশটির জুফায়ের শহরে আল মঞ্জিল হোটেলে, সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানে সংবর্তিত প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশে বিদেশে জালালাবাদ এসোসিয়েশনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন সিলেটের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আরো বেশী আগ্রহী হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজমান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের বলেন আপাতত বাহরাইনের ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই, এ ছাড়া ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা শুনে,তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, রাষ্ট্রদূত মাশফি বিন শামস, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।


Top