আজ || বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক অনুষ্ঠিত       বাংলাদেশ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বাহরাইনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত       ফেনীর ৪০ চেয়ারম্যানই আত্মগোপনে, ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা       ফেনীর দাগনভূইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০       দাগনভূঁইয়ার প্রত্যেক বাজারের, দায়িত্বশীলদের ওসি মোহাম্মদ লুৎফর রহমানের অনুরোধ       চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে, দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান       শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ    
 


নিরাপত্তাহীনতায় ভোগছেন লন্ডন প্রবাসী তাজউদ্দিন সেকান্দার

নিরাপত্তাহীনতায় ভোগছেন লন্ডন প্রবাসী তাজউদ্দিন সেকান্দার

২০১৬ সালে তাজ উদ্দিনের সঙ্গে বিয়ে হয় মুন্সিগঞ্জ জেলার খানকা দালালপাড়া এলাকার মোঃ নুরের মেয়ে সুমাইয়া নুরের। দুজনেই স্বপ্ন দেখেছেন গড়বেন প্রেমের তাজমহল। হয়েছেও তাই! সুখী এই প্রবাসী দম্পতির ঘর আলোকিত করে জন্ম নেয় দুটি ফুটফুটে শিশু সন্তান। বড় সন্তানের নাম তাহসিন, যার বর্তমান বয়স ৬ বছর। ছোটটির নাম তাহমিদ, যার বয়স ৩ বছর। এভাবেই ১২ বছরের সম্পর্কে প্রেমের তাজমহল গড়লেও সুখের ঘরে সেই সুখ টিকেনি বেশি দিন।

গত ৯ মার্চ সকালে প্রেমিকের হাত ধরে নগদ টাকা র্স্বণের গহনাসহ লন্ডনের বাসা থেকে পালিয়ে যান দুই সন্তানের জননী সুমাইয়া নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এমন অভিযোগের কথাই তুলে ধরেছেন প্রেমের তাজমহল গড়া ওই প্রবাসী স্বামী তাজ উদ্দিন। এ ঘটনায় লন্ডনের পুলিশ বরাবর একটি অভিযোগ দায়েরের কথাও জানান তিনি।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে আয়ারল্যান্ড প্রবাসী কাজী আবুল হোসেনের সঙ্গে সুমাইয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুমাইয়া মূলত ইন্সটাগ্রাম ও স্ন্যাপচ্যাটে হোসেনের সাথে যোগাযোগ রক্ষা করতো। কথা শেষ হলেই সব চ্যাট ডিলিট করে দিত। তারপরও আমি তা কোন একদিন দেখে ফেলি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে, আয়ারল্যান্ড প্রবাসীর কথা আমি কিভাবে জানলাম সে অবাক হয়!

রমজানের আগের দিন রাতে সুমাইয়াকে নিয়ে রমজানের কেনাকাটা করতে আমি লন্ডনের আসদা মার্কেটে যাই।‌ তার সকল কেনাকাটার মধ্যে সে কিছু চকলেটও ক্রয় করল। ভেবেছিলাম দামি এ চকলেটগুলো হয়তো আমার বাচ্চাদের দিবে, কিন্তু না! সে এ চকলেট গুলো তার বয়ফ্রেন্ড কাজী আবুল হোসেনের জন্য নিয়ে গেল। পরের দিন সকালে আমিও আমার সন্তানরা ঘুমে থাকলে বাসা বাহির থেকে তালা দিয়ে তিনি আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বাসা থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

জানা যায়, নগদ অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে সর্বস্বান্ত হওয়া ভুক্তভোগী ওই প্রবাসী লন্ডনেও নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতোমধ্যে একটি ফেসবুক লাইভে এসে ওই ভুক্তভোগী প্রবাসীকে বাহরাইনের মতো লন্ডন থেকেও বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন স্ত্রী সুমাইয়া নূর। তাজ উদ্দিনকে হত্যা করার হুমকি দিয়েছেন সুমাইয়ার ভাই বাহরাইন প্রবাসী মাহিম নূর এবং দুই প্রেমিক আবিদ হাসান রাফি ও কাজী আবুল হোসেন।

জানা যায়, কাজী আবুল হোসেন সিলেট বিশ্বনাথ উপজেলার টুকেরকান্দি এলাকার আবুল কালামের ছেলে। কাজী আবুল হোসেনের মতো আবিদ হাসান রাফির সাথেও সুমাইয়ার প্রেমের সম্পর্ক রয়েছে। তাই প্রেমিকার মন রক্ষা করতে হত্যা করতে চান প্রেমিকার ওই প্রবাসী স্বামীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে আবিদ হাসান রাফি সুমাইয়ার স্বামী তাজ উদ্দিনকে উদ্দেশ্য করে গালমন্দ ও হত্যার হুমকি দিতে শোনা যায়।

ভুক্তভোগী প্রবাসী তাজউদ্দিন অভিযোগ করে বলেন, আমার সর্বস্বান্ত হওয়া ও সুমাইয়ার সাথে পর পুরুষের সম্পর্কে আমার শ্বশুর মোহাম্মদ নুর সরাসরি সম্পৃক্ত। তিনি পূর্ববিরোধ থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আমার ক্ষতি করার। অবশেষে তিনি সফল হয়েছেন।

তিনি আরও বলেন, আমি প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছি। আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায় বিচারের জন্য সরকার ও লন্ডন পুলিশের সহযোগিতা কামনা করছি। তারপরও যদি কোন কারণবশত আমার মৃত্যু হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিগণ দায়ী থাকবেন।


Top