আজ || শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন    
 


ফেনীতে কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করেছেন র‌্যাব-৭

ফেনী প্রতিনিধি :

ফেনী মডেল থানার পুরাতন জেল রোড এলাকায় ৪ জুলাই রাতে ২ টায় অভিযান চালিয়ে ১টি ফোল্ডিং চাকু,১টি রামদা,১টি কিরিজ এবং ১৮ পুরিয়া গাঁজাসহ ফেনীর সক্রিয় কিশোর গ্যাং এর চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান,র‌্যাব গােপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনী শহরের পুরাতন জেল রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে এর সামনে কিশোর গ্যাং ঠিকানা গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে ‌।

র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ জন কিশোর গ্যাং এর সদস্য দৌঁডে পালিয়ে যাবার চেষ্টা করে।র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।পরে তাদের দেহ তল্লাশি করে ১টি ফোল্ডিং চাকু,১টি রামদা,১টি কিরিজ এবং ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করে।

গ্রপ্তারকৃত আসামী ১.আব্দুল্লাহ আল মামুন(২৫) পিতা মৃত জাহাঙ্গীর আলম,২.মো: বাবু(১৯) পিতা মোঃ বাহার মিয়া,৩.আবুল হোসেন শামীম (১৯) পিতা আবু বক্কর সিদ্দিক,৪.আব্দুল মান্না (১৯) পিতা আব্দুল সোলেমানের ছেলে ৪সদস্যই ফেনী সদর বিরিঞ্চি এলাকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানে ছিনতাই এর কাজে জড়িত ছিল তারা। এছাড়াও কালু গ্রুপ এবং ঠিকানা গ্রুপ নামক দুইটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ রেললাইন এবং রেল স্টেশন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে ।ঠিকানা গ্রুপের টিমলিডার হচ্ছে মামুন এবং বাবু ছিনতাই এর সাথে জড়িত এদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মড়েল থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধিন রয়েছে।

 


Top