আজ || শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী

বিশেষ প্রতিনিধি:

প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। তিনি ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ১নংসিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজ শুক্রবার অংশ নিয়ে জুমার নামাজে ইমামতি করেন।

নামাজে লক্ষাধিক মুসল্লী অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর। এর আগে দুপুর ১টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী হেলিকপ্টারযোগে এসে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন।

নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টারযোগে। বড় জামাতে পবিত্র কাবার ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।

জুমার নামাজের খুতবায় কাবার সাবেক ইমাম মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। জুমার খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, ১০ম বারের মতো এ মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন ও একসাথে জুমার নামাজ আদায় করেন।

১৬ ও ১৭ জানুয়ারি ২ দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠানের নায়েবে মোহতামীম মূফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মূফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী।

ভারতে দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মূফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করেন।


Top