আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম (২৮) ও যুবলীগ কর্মী রাইসুল ইসলাম (২৫)।নাদিম রামপুর সওদাগর বাড়ি ও রাইসুল বন্ধুয়া কালিরহাট এলাকার বাসিন্দা। ৯ এপ্রিল শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানায়, রেজাউল করিম নাদিম সহ দুইজন ফেনসিডিলসহ আটকের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। বিষয়টি সত্য হলে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, আজ শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় একটি নোহা মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটাকে থামানো হয়। গাড়ীতে তল্লাশী করে যুবলীগ নেতা রেজাউল করিম নাদিম ও যুবলীগ কর্মী রাইসুল ইসলামের কাছে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


Top