আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনীতে ৫ মাসে আদায় ২৬ কোটি টাকা আয়কর আদায়

ফেনীতে ৫ মাসে আদায় ২৬ কোটি টাকা আয়কর আদায়

মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে আয়কর মেলা না হলেও ফেনীতে উৎসবমুখর পরিবেশেই আয়কর রিটার্ন দাখিল করছেন গ্রাহকরা। সেবা প্রদানসহ তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্রও প্রদান করা হচ্ছে। আয়কর বিভাগ সূত্র জানায়, গত ১ জুলাই থেকে রবিবার (২৯ নভেম্বর) পর্যন্ত জেলা সদর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে কর অঞ্চল ফেনী-৮ এর আওতায় ১ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৯শ ৩৭ টাকা আয়কর জমা পড়েছেন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৬শ ৬৩ জন ব্যক্তি। একইভাবে ফেনী পৌর এলাকায় কর অঞ্চল ফেনী-৭ এর আওতায় ২৫ কোটি ৩২ লাখ টাকা ৪৪ হাজার ৯৩৭ টাকা আয়কর জমা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬ হাজার ৩শ ৮৭ জন। সূত্র আরো জানায়, কর অঞ্চল ফেনী ৭ এর আওতায় গত জুলাই মাসে ৪ কোটি ৬৫ লাখ, আগস্টে ২ কোটি ৭৮ লাখ, সেপ্টেম্বরে ৭ কোটি ৯৫ লাখ, অক্টোবরে ৫ কোটি ৪৩ লাখ ও নভেম্বরে ৪ কোটি ৫০ লাখ টাকা আয়কর জমা হয়েছে। জুলাই মাসে ১শ ২৫ জন, আগস্টে ২শ ৬৫ জন, সেপ্টেম্বরে ৫শ ৩০ জন, অক্টোবরে ৯শ ১১ জন ও নভেম্বরে ৪ হাজার ৫শ ৫৬ জন রিটার্ন জমা দিয়েছেন। কর অঞ্চল ফেনী এর উপ-কর কমিশনার মো: রাকিবুল হাফিজ জানান, ২০১০ সাল থেকে দেশব্যাপী প্রতি বছর আয়কর মেলা হলেও এবছর মহামারি করোনা ভাইরাসের কারণে মেলা অনুষ্ঠিত হচ্ছে না। তবে করদাতা ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে মেলার পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আয়কর রিটার্ন গ্রহণ, কর তথ্যসেবা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, অর্থ আইন, ২০২০ মোতাবেক সকল টিআইএনধারীর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং শুধুমাত্র কোম্পানি করদাতা ব্যতীত অন্য সকল করদাতার রিটার্ন দাখিলের সময় সোমবর (৩০ নভেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।

 


Top