আজ || শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ফেনীর আল বারাকা হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ

ফেনী প্রতিনিধি :

ফেনীর আল বারাকা হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ

বার নানা অনিয়ম আর অভিযোগে অভিযুক্ত ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আল বারাকা হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে সোমবার সিভিল সার্জন বরাবর এক ভুক্তভোগীর স্বজন লিখিত অভিযোগ করলে বৃহস্পতিবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের অভিযানে চিকিৎসকের ভিজিট ফির তালিকা প্রদর্শিত না থাকায় ডাক্তার ফাহমিদা ইয়াসমিন, ডাক্তার মাহফুজুর রহমানের চেম্বার সহ হাসপাতালের রেডিওগ্রাফি রুম ও ম্যানিজিং ডিরেক্টরের রুম সিলগালা করা হয়। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় টের পেয়ে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বার বার ফোন দিয়েও হাসপাতালের এমডি মোঃ হেলাল উদ্দিন কে হাজির করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালে নতুন ভর্তি নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, অভিযোগ করা ভুক্তভোগীদের অভিযোগ নিষ্পত্তির পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, হাসপাতালটির বিরুদ্ধে এযাবৎকালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যু সহ বেশ কয়েকটি অভিযোগ উঠে। এর আগে গত মে মাসে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে লাশ হাসপাতাল থেকে নিয়ে যেতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সবশেষ গত ৯ নভেম্বর নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার করে পায়ুপথ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠে, এ নিয়ে সিভিল সার্জন বরাবর রোগীর স্বজন লিখিত অভিযোগ করলে সিভিল সার্জন অফিস থেকে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এছাড়া ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

 


Top