আজ || শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞায় ২৮শে জানুয়ারী বিকেলে উপজেলা বিএনপির শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ করিমপুরে এঘটনা ঘটে। পরে দাগনভুইয়া পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দাগনভুইয়া উপজেলার আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিএনপির একটি গ্রুপ এ অনুষ্ঠানে পূর্ব পরিকল্পিত অতর্কিত হামলা করলে তখন আকবর হোসেনের সমর্থদের পাল্টা হামলার সূত্রপাত হয়। তবে এ নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন শীতবস্ত্র বিতরণ শেষে সংবাদ সম্মেলন করে বলেন, দাগনভূঞার চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ কাজী সাইফুর রহমান ফটিক আইন-শৃঙ্খলার অবনতি, বিএনপির ইমেজ ভুলুণ্ঠিত করা সহ নীল নকশার মাধ্যমে অশুভ শক্তির প্ররোচনা ও উস্কানীতে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। বিএনপির এই অনুষ্ঠানকে পণ্ড করার জন্য আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অজুহাতে তুলে শীতবস্ত্র বিতরণে বাধাগ্রস্ত করে অনুষ্ঠান পণ্ডের চেষ্টা করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, দলীয় আদর্শ কুচক্রী বিরোধী গ্রুপের জেলা যুবদলের সহসভাপতি কাজী সাইফুর রহমান ফটিকের নেতৃত্বে হামলায় আহতরা হলেন আলা উদ্দিন আলো, নুরুল হক সোহেল, মোহাম্মদ সাঈদ, মোশাররফ, শাহিন, রুবেল, নিজাম মেম্বার, আলমসহ ১৮-১৯ জন। এ সময় ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে বলে দাবি করেন তিনি।

অপরদিকে ঘোষিত আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে আন্দোলনের নেতা জেলা যুবদলের সহসভাপতি কাজী সাইফুর রহমান ফটিক ও উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু পাল্টা অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাগনভূঞা নিজাম হাজারী, দিদারুল কবির রতনের গ্যানম্যান হিসেবে পরিচিত আওয়ামী ক্যাডার কম্বল বিতরণের আয়োজন করে। তাতে নির্যাতিতরা প্রতিবাদ করলে আকবর গ্রুপ আক্রমণ করে ত্যাগী ও নির্যাতিতদের বেদম মারধর করে। এতে আহত হন যুবদল নেতা মো. রিপন।

এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যৌথ বাহিনী সহ আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে ।


Top