আবদুল্লাহ আল মামুন:
ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি কর্মকর্তা/ইউপি প্রশাসনিক কর্মকর্তা
গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য/এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াহিদ পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ইয়াছিন হিরণ, রাজাপুর ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা আবদুস জাহের,
যুবদল নেতা নাছির উদ্দিন, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেনের সার্বিক সহযোগিতায় কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মহাবুল হক। কর্মশালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়নে সহযোগিতা করেছে।
এসময় বক্তারা বলেন, গ্রাম আদালত অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাচ্ছে এবং হয়রানি থেকেও মুক্তি পাচ্ছে। গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।