আজ || বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ

আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার বার্ষিক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে রবিবার (১২ জুন) বেলা ১১টায় স্থানীয় একটি কনভেনশন হল  এ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার উত্তম কুমার শীলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আল মামুন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু ইউসুফ খাঁন বাদল, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ফেনী জেলা কমিটির সভাপতি গ্রাম ডাক্তার আবু বকর ছিদ্দিক, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার জি এম মজুমদার, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ফেনী জেলা সহসভাপতি গ্রাম ডাক্তার নজির আহমেদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু ছায়েদ বোরহান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী সাইকা হেলথ কেয়ার এবং সাইকা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনিরুল  ইসলাম বাবু ও ফেনী কনসেপ্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ফয়সাল প্রমুখ। এছাড়াও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও  কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ২০০ শতাধিক গ্রাম ডাক্তাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ফেনী সাইকা হেলথ কেয়ার এন্ড সাইকা প্লাস।

সভায় বক্তারা বলেন, গ্রাম ডাক্তাররা মানুষের চিকিৎসা সেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো মানুষ অসুস্থ্য হলে সর্বপ্রথম গ্রাম ডাক্তারদের সেবা গ্রহণ করেন।  চিকিৎসা প্রদানকে ব্যবসা নয়, সেবা হিসেবে গ্রহণ করে গুনগুত মান সম্পন্ন ঔষধ লেখার আহবান জানান। একইসাথে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করে পেশাগত দক্ষতা বৃদ্ধির অনুরোধও জানান।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে উপজেলার পাঁচজন গ্রাম ডাক্তারের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


Top