আজ || মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত       দাগনভূঞা থানার এএসআই আবু হানিফ ফেনী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত       ফেনীর দাগনভূঞায় তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু       ফেনীর দাগনভূঞায় সমবায়’র যৌথ সভা ও ই-প্রশিক্ষণ       মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপি সানাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন       ফেনীতে ১২ লাখ টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা, মরদেহ উদ্ধার করে পুলিশ    
 


ফেনীর দাগনভূঞায় তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু

আবদুল্লাহ আল মামুন:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪ টায় বর্ণাঢ্য র‌্যালি আতার্তুক সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম,

শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তাফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, আতার্তুক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ করিম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,

পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা জি.এম নাহিদুল হাসান, ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম, সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এ উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য উৎসবে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, জুলাই-আগষ্টের বিপ্লব প্রদর্শনী ও মেলা আয়োজন, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা।


Top