আজ || বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন       সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন       ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন       সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন        কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত       বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু       পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!       মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে ১৭১ জন    
 


ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

দাগনভূঞা প্রতিনিধি:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ সনদ বিতরণ,যুব ঋণের চেক বিতরণ, র‌্যালি, এডিশ মশা নির্মুল ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও ইউডিএফ মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, থানার উপ পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া,
ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, আবদুল আউয়াল সজিব, দুধমুখা নব উত্তরন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, যুব সংগঠক সাইফ উদ্দিন আহমেদ জুয়েল, আত্মকর্মী আকলিমা আক্তার, আত্মকর্মী মোঃ হোসেন ও
সফল আত্মকর্মী এমদাদ উল্যাহ প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Top