আজ || সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার

দাগনভূঞা প্রতিনিধি:
জনদুর্ভোগ কমাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবদুল লতিফ জনির ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার কাজ শুরু করেছেন।

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা বাজার হতে চিশতিয়া সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে।

সড়ক নির্মাণে সার্বিক তত্ত্বাবধান করছেন জিয়া উদ্দিন সোহাগ ও ইকবাল সুমন।
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। কয়েকটি গ্রামের মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা আবদুল লতিফ জনির নজরে আনলে তিনি ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী তাছলিমা আক্তার বলে, রাস্তাটিতে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী। আপাতত যে সংস্কার কাজ চলছে মোটামুটি অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে। মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই।

সংস্কারের দায়িত্ব পালন করা জিয়া উদ্দিন সোহাগ বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। এলাকাবাসীর পক্ষ থেকে জনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংস্কারের দায়িত্ব পালন করা ইকবাল সুমন বলেন, এ রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী থাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ভাইকে জানালে তিনি তার নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ করে দিচ্ছেন। এছাড়াও গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদেরকে তিনি সহযোগিতা করেছেন। এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে এমন আরও কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। ওই সব রাস্তায়ও সংস্কারের বিষয়ে জনি ভাইয়ের সাথে কথা বলবো।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার জাফর আহমেদ বলেন, জনি ভাই তার নিজ অর্থায়নে রাস্তাটি মেরামত করে দিচ্ছেন তাকে ধন্যবাদ জানাই।
স্থানীয় বাসিন্দা মোছলে উদ্দিন ও তোফায়েল জানান, এ রাস্তাটি গত বছর বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসময় স্থানীয় স্বেচ্ছাসেবীরা কিছু কিছু সংস্কার করেছে কিন্তু এবারের টানা বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি থাকার কারণে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলাচলের অনুপযোগী। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনির নিজস্ব অর্থায়নে রাস্তাটি মেরামত করে দিচ্ছেন। এমহৎ কাজের জন্য তাঁকে ধন্যবাদ।


Top