দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ভিডিপি (পুরুষ-মহিলা) ১০ দিন মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তারসহ আনসার সদস্যরা।
প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সামাজিক অপরাধ, অপপ্রচার ও অপকর্ম চিহ্নিত করা এবং সেগুলো প্রতিহত করতে ভিডিপি সদস্যদের ভূমিকা, দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে ধারণা, মানব নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা, আনসার ভিডিপির মানবসম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা ও অনুশীলন, সফল উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও কলাকৌশল সম্পর্কে ধারণা, এছাড়াও নৈতিকতা, শিষ্টাচার ও উত্তম চর্চা সম্পর্কে ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়েছে।
১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় পুরুষ মহিলাসহ ৮৫ জন ভিডিপি সদস্য অংশ নেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রম গত ৭ সেপ্টেম্বর শুরু হয়। ১৮ সেপ্টেম্বর সম্পন্ন হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।