দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ আর্থিক সালে জলাভূমি/নদী/জলমহাল/প্লাবন ভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ আর্থিক
রাজস্ব বাজেটের আওতায় ১৪টি জলাশয়ে ২৯০ কেজি দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
৩১ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে দাগনভূঞা উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এসময় মাছের পোনা আবমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, থানার উপ পরিদর্শক (এসআই) বলরাম, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ১৩টি জলাশয়ের প্রতিনিধিদের মাঝে মাছের পোনা অবমুক্তকরনের জন্য হস্তান্তর করা হয়।