আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বুধবার (৩১ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খিজির আহমদ পলাশের সভাপতিত্বে ও সমাজকর্মী মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আবুল বাসার, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী মোঃ ইছমাইল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহোরা খাতুন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ইউপি সদস্য, ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইছমাইল।

এসময় বক্তারা বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদেরকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।


Top