আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় শিক্ষার্থীদের দুধ পান করিয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

আবদুল্লাহ আল মামুন:
শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে রবিবার থেকে উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসূচি চালু হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় সারা দেশের ন্যায় দাগনভূঞা উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে ২ বছর উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ডেইরি খামারে গাভীর পাস্তুরিত ২০০ মিলিগ্রাম করে তরল দুধ পান করানো হবে।

রবিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন শিক্ষার্থীদের তরল দুধ পান করিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ নজরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, উপজেলা ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, প্রেসক্লাব সভাপতি নূরুল আলম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম লাভলু, অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য অপু দাস প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা বলেন, এই প্রকল্পভুক্ত ২০৬ জন শিক্ষার্থীকে তরল দুধ পান করানো হবে। দুধের পুষ্টিগুণ নিয়ে জনসচেতনতা সৃষ্টি, শিশুদের দুধ পান করানোর অভ্যাস করানো, শিশুদের পুষ্টিচাহিদা মিটিয়ে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে এসডিজির লক্ষ্য পূরণ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পভুক্ত খামারিদের সাথে সেতুবন্ধন তৈরি করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান।


Top