আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার জায়লস্কর, রামনগর ও সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৩ আগষ্ট) বিকেলে সিলোনিয়া বাজারে একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন কিরণের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সুমনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জু, জায়লস্কর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেছাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
এ.কে.এম সাইমুন হক রাজীব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ পলাশ ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মানিক প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হায়দার কিরণ, জায়লস্কর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ কামালসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।