আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞা প্রবাসী ফোরাম এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আবদুল্লাহ আল মামুন:
প্রবাসীদের মানবিক সংগঠন ”দাগনভূঞা প্রবাসী ফোরাম” এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গত শুক্রবার বিকেলে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে ২০২৩-২৪ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা দিদারুল কবির রতন।

কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন আহমেদ (সৌদি আরব), জয়নাল আবেদীন (আবুধাবি), আবদুল কুদুস বিক্রম (সৌদি আরব), জসিম উদ্দিন হাজারী (দুবাই)।

কমিটির নির্বাচিত সদস্যগন হলেন – সভাপতি রকিব উল্যাহ চুন্নু (সোহেল) ইউকে, সাধারণ সম্পাদক মিহির মাহবুব ইউকে, সাংগঠনিক সম্পাদক সাইফ মোহাম্মদ সাইফুল (সৌদি আরব), সিনিয়র সহ সভাপতি হলেন, নুরুল আলম নয়ন (ইউএসএ), পিন্স ইমতিয়াজ (ইটালি), শিপন পাটোয়ারী (দুবাই), শেখ আবদুর রহমান (দাম্মাম), জসিম উদ্দিন (মক্কা), সানা উল্যাহ ( ইউএসএ)। যুগ্ন সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ খুরশীদ আলম (বাহরাইন), কাজি আবদুল হামিদ (মালেয়শিয়া), জাফর বাঙ্গালী (কুয়েত), গোলাম সারওয়ার (দাম্মাম), জাহাঙ্গীর আলম ( ইউএসএ)।

দাগনভূঞা প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। পুর্নাঙ্গ কমিটির তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে কেন্দ্রীয়ভাবে।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ফোরাম উপদেষ্টা শাহীন মুন্সি, স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ ফারুক, উপদেষ্টা কেন্দ্রিয় কমিটি রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক স্থানীয় কমিটি ইউসুফ মিয়া, স্থানীয় প্রতিনিধি বিষয়ক সম্পাদক জাকির হোসেনসহ ফোরামের স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দাগনভূঞা প্রবাসী ফোরাম সূচনা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত ১০৯ টি অনুদানের মাধ্যমে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে। এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।


Top