আজ || শুক্রবার, ১১ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!

উত্তরণ নিউজ

ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!

উপদেষ্টা পরিষদের বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্ত করা, ফেনীতে বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা ও নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে উপদেষ্টামণ্ডলীকে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে বন্যা ও জলাবদ্ধতার বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা ও এর পরবর্তী সময়ে নেওয়া ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদ বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্ত করা, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা ও নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে উপদেষ্টামণ্ডলীকে অবহিত করা হয়।

এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে উল্লিখিত তিন জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে মর্মে জানানো হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষে থেকে এ পর্যন্ত নেওয়া ব্যবস্থা সম্পর্কেও অবহিত করা হয়েছে।

তবে এসব ইস্যুতে উপদেষ্টা পরিষদ কোনো সিদ্ধান্ত দিয়েছে কি না তা জানায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।


Top