আজ || শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আনসার বাহিনীর ধানের চারা বিতরণ       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া    
 


ফেনীর সোনাগাজীতে মামলা প্রত্যাহার না করায় সাংবাদিকের ট্রাক পুড়িয়েছে সন্ত্রাসী ফরহাদ

বিশেষ প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে মামলা প্রত্যাহার না করায় সাংবাদিকের ট্রাক পুড়িয়েছে সন্ত্রাসী ফরহাদ

ফেনীর সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক শরিয়ত উল্যাহর উপর হামলা ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করায় সাবাদিক শরিয়ত উল্যার পারিবারিক মিনি ট্রাক ঢাকা মেট্রো-৬৪৬৬ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত সোমবার গভীর রাতে ওই গ্রামের সাংবাদিক শরীয়ত উল্যার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সাংবাদিকের ভাই মো. উল্যাহ জানায়, দিনের বেলা কাজ শেষে সোনাপুর বাজারের পাশে বাড়ীর সামনে গাড়িটি রেখে তারা ঘুমাতে যান। রাত সাড়ে তিনটার দিকে আগুনে পোড়ার শব্দ শুনে ঘরের বাহিরে আসলে দেখতে পায় তাদের গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কে বা কাহারা।

তবে তার ভাইয়ের উপর হামলার ঘটনায় প্রধান আসামী যুবলীগ নামধারী নেতা গ্রেফতার না হওয়ায় মামলা তুলে নীতে গত কয়েকদিন নানাভাবে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ও সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছেন। মামলার সূত্র ধরে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মামলার এজহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসলে সাংবাদিক শরিয়ত উল্যার পরিবারের নিকট চাঁদা দাবি করে সন্ত্রাসী সোনাগাজী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও  সোনাপুর  গ্রামের মেনা মিয়ার ছেলে আইয়ুব নবী ফরহাদ।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুর ২টার দিকে বাড়ী থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারের মাঝখানে চরডুব্বা রোডের মাথায় নিয়ে কোন ধরনের কথা ছাড়াই মারধর শুরু করে ।

এসময় ফরহাদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শরিয়তকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভার্তি করায়। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ আইয়ুব নবী ফরহাদের বিরুদ্ধে দলীয় পদ-পদবী ব্যবহার করে স্থানীয় এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী সহ অসংখ্য অভিযোগ রয়েছে। প্রতি মূহূর্তে স্থানীয় এলাকায় মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে ত্রাসের রাজত কায়েম করেছে। স্থানীয়দের দাবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যার্থতার কারনে ১৪ মামলার আসামি ও শীর্ষ্য সন্ত্রাসি ফরহাদ প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। দলীয় পদবি ব্যবহার করে একের পর এক অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

 


Top