ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক তিনবারে এমপি মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকীতে সোনাগাজীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগস্ট বাদ আছর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে বিপুল সংথ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লীরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
২০১৪ সালের ১৮ আগস্ট তিনি ইন্তেকাল করেন। তাকে বনানী কবরাস্থানে পিতার কবরে সমাহিত করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাবেক প্রচার সম্পাদক নূরুল আনোয়ার শেখ, জিসাস নেতা সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, উপজেলা কৃষক দল নেতা নুর করিম, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক বই মানিক, রাসেল চাকলাদার, সাবেক ছাত্রদল নেতা আহমেদ রুবেল, তাঁতিদল নেতা শাহাজাহান ফিরোজ, রাসেল পাটোয়ারী, সুমন ফরায়েজি ও উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরনবী বিপুল সংখ্যক নেতাকর্মী।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাও. নাছির উদ্দিন।
ফেনীতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের জনক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ফেনী-৩ আসনের সাবেক সফল সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন ১৯৪০ সালের ২২জানুয়ারি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি একাধারে শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, ফেনী -৩ আসনের তিন তিনবারের নির্বাচিত সাংসদ, বি এন পি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি, বিজিএমইএ, বায়রা সভাপতি, মোহামেডান স্পোটিং ক্লাবের গভর্নিং কমিটির চেয়ারম্যান, ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাবেক পরিচালক, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি এবং বে-ইস্টার্নের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও অসংখ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে বাংলাদেশের অর্থনীতির যোগান দিয়েছেন তিনি।