আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনী ইউনিভার্সিটিতে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ (বুধবার, ২১ ফেব্রুয়ারি) সকালে ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে দিবসটিকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস, ঐতিহ্য, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

আইন বিভাগের শিক্ষার্থী সৈকত হোসেন সজীব ও জাহিদ হাসান রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, প্রক্টর মোঃ আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা মো: আব্দুল্লাহ আল ইউনুছসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এর আগে রাত ১২ টা ১ মিনিটে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


Top