আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনী ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এক “পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন” এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ইইই বিভাগ “ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট” পরিদর্শনে যায়।

 

আজ (৩ নভেম্বর, ২০২৩) সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:১৫ পর্যন্ত ডিপার্টমেন্টের মোট ৩৩ জন শিক্ষার্থী এবং সকল শিক্ষক উক্ত পাওয়ার প্ল্যান্টে অবস্থান করেন। এই সময়ে পাওয়ার প্ল্যান্টের উপস্থিত শিফট ইঞ্জিনিয়ারগণ সকল শিক্ষার্থীদের প্ল্যান্টের বিভিন্ন অংশে অবস্থিত বিভিন্ন যন্ত্রাংশ বিস্তারিত বর্ণনা করেন। পরিদর্শন চলাকালে, ডরিন ১১ মেগা-ওয়াট পাওয়ার প্ল্যান্ট, ফেনীর প্ল্যান্ট ম্যানেজার, হুমায়ুন কবীর ডিপার্টমেন্টকে সার্বিক সহায়তা করেন।

পাওয়ার প্ল্যান্টে অবস্থিত জেনারেটর ইউনিট, জেনারেটর কন্ট্রোল ইউনিট, সুইচগিয়ার ইউনিট, ট্রান্সফর্মার, সাব-স্টেশন ইত্যাদি অংশ শিক্ষার্থীদের বাস্তবিক এবং গভীরভাবে দেখানো হয়। তড়িৎ প্রকৌশল (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্গত পাওয়ার সিস্টেম এনালাইসিস ল্যাব কোর্সের আওতায় এই ট্যুর এর আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা বই এর পাতা থেকে যে জ্ঞান লাভ করে, তা তারা সরেজমিনে দেখে আরো ভালোভাবে রপ্ত করার সুযোগ পাবে। সেই সাথে ভবিষ্যতে তারা এই খাতে দক্ষ জনবল হিসাবে নিজেদের গড়ে তোলার উৎসাহ পাবে, উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অনেক কৃতী সাবেক শিক্ষার্থীবৃন্দ বিদ্যুৎ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।


Top