আজ || মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু    
 


ফেনী ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের উদ্যােগে বির্তক প্রতিযোগিতা ও শিখন কর্মশালা অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ” কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা” বিষয়টির উপর বিতর্ক প্রতিযোগীতা ও শিখন কর্মশালা আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ফেনী ইউনিভার্সিটি একাডেমিক ভবনে এই বিষয়ে সরকারি দল ও বেসরকারী দল তাদের যুক্তি তর্ক উপস্থাপন করে।

এর আগে বির্তক বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান। তিনি ডিবেটং ক্লাবের সদস্যেদের বির্তকের বিষয়ে সামগ্রিক ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি এসব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশ ঘটে। এমন প্রতিযোগিতামূলক আয়োজন যেন বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যায় তাই এই ধারা অব্যাহত রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, ডিবেটিং ক্লাবের এমন সুন্দর আয়োজনে আমরা খুশি।ভবিষ্যতে আরও সুন্দর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে বলে প্রত্যাশা রাখছি।

ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুসের সভাপত্বিতে ও আইন বিভাগের ২৭ তম ব্যাচের জেসিয়া আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস.এস এম আবুল খায়ের, ইংরেজি বিভাগের প্রভাষক সুদীপ দাস, ডিবেটং ক্লাবের সেক্রেটারী মারিয়া মাহমুদ, জয়েন্ট সেক্রেটারী রাকিব আহমেদ মিয়াজী ও ক্লাবের সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা।


Top