আজ || সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে লং জাম্প, হাই জাম্প, সাইকেল রেইস, মিউজিক্যাল চেয়ার, লুডু, হাড়ি ভাঙ্গাসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ। এসময় তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপাদান।

শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমাদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। ফেনী ইউনিভার্সিটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রক্টর মো. আয়াতুল্লাহ, রিসার্চ সেলের সহকারী পরিচালক হাসান আহমেদ,

ছাত্র উপদেষ্টা মো. আবদুল্লাহ আল ইউনুসসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।


Top