আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ ও রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মো.স্বপন মজুমদার:

সম্প্রতি ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ এবং রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এর অংশ হিসেবে ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম ও রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

ফেনী ইউনিভার্সিটর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ প্রদান এবং রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডকে গবেষণা ও ব্যবসায় সম্পর্কিত সমস্যার সমাধানে সহযোগিতা প্রদানের উপর সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্বারকের উদ্যোগ গ্রহণ করেন ফেনী ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের পক্ষে জ্যেষ্ট প্রভাষক মোস্তফা মামুন হায়াত এবং রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তানভির কাশেম।

উল্লেখ্য, রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড চট্টগ্রাম বিভাগের অন্যতম বৃহৎ কো-অপারেটিভ প্রতিষ্ঠান যাদের প্রধান কার্যালয় সহ চট্টগ্রামে দশটি শাখা রয়েছে।


Top