আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ ও রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মো.স্বপন মজুমদার:

সম্প্রতি ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ এবং রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এর অংশ হিসেবে ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম ও রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

ফেনী ইউনিভার্সিটর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ প্রদান এবং রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডকে গবেষণা ও ব্যবসায় সম্পর্কিত সমস্যার সমাধানে সহযোগিতা প্রদানের উপর সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্বারকের উদ্যোগ গ্রহণ করেন ফেনী ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের পক্ষে জ্যেষ্ট প্রভাষক মোস্তফা মামুন হায়াত এবং রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তানভির কাশেম।

উল্লেখ্য, রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড চট্টগ্রাম বিভাগের অন্যতম বৃহৎ কো-অপারেটিভ প্রতিষ্ঠান যাদের প্রধান কার্যালয় সহ চট্টগ্রামে দশটি শাখা রয়েছে।


Top