মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার ও মেম্বার সেক্রেটারি ডা. এ.এস.এম. টি উল্লাহ চৌধুরী বায়জিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ট্রেজারার এম. এনায়েতুল্লাহ,
সদস্য আলতাফ হোসেন, সদস্য মো. বদরুল আহসান, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম, ভারপ্রাপ্ত ট্রেজারার সোহরাব হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞা, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলমসহ ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।