আজ || বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনী ইউনিভার্সিটি ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের সেমিনার অনুষ্ঠিত

উত্তরণ ডেস্ক:

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের হল রুমে ‘ হাইয়ার এডুকেশন এট ইউর ডোরস্টেপ’ এর উপর এক সেমিনার আয়োজন করা হয়।

আজ (১৯ অক্টোবর) বৃহস্পতিবার ফেনী ইউনিভার্সিটি এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের যৌথ উদ্যোগে সকাল এগারোটায় সেমিনারটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ এবং সেশান চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অধ্যক্ষ নুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামালউদ্দীন আহমদ উচ্চ শিক্ষার উপর বিস্তারিত আলোচনা করেন। উচ্চ শিক্ষা প্রসারে ফেনী ইউনিভার্সিটির অবদান তিনি তুলে ধরেন।

ফেনী ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা অর্জনের উপকারিতা তুলে ধরে তিনি বলেন,’ ফেনী ইউনিভার্সিটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইউনিভার্সিটি। তোমরা এখান থেকে তুলনামূলক স্বল্প ব্যয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। আমাদের রয়েছে ভালো মানের প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ’।

তিনি আরও বলেন, এই ইউনিভার্সিটি গবেষণা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতোমধ্যে আমরা বেশকিছু জার্নালও প্রকাশ করেছি। উপস্থিত শিক্ষার্থীদের তিনি ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করতে ফেনী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আহ্বান জানান।

পরিশেষে, আজকের সেমিনারের সভাপতি অধ্যক্ষ নুরুল আলম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুস, সিনিয়র অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার সৈয়দ মহিউদ্দিন হায়দার সহ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক বুশরাত জাহান।


Top