আজ || বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

আবদুল্লাহ আল মামুন:
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর অংশ হিসেবে ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে।

রবিবার (২৫ জুন) সকালে বাহিনীর জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

এতে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, উপজেলা প্রশিক্ষক মোঃ রাসেল মিয়া সহ  জেলার বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সদস্যরা।

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ ও ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদযাপন করা হয়।

এ কর্মসূচির আওতায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে জেলার সকল উপজেলা, জেলা কার্যালয় মিলিয়ে মোট ১৬৫ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপণের বিকল্প নেই। পর্যাপ্ত বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে আনসার ও ভিডিপি কাজ করে যাচ্ছে। দেশের পরিবেশ রক্ষায় যেসব গাছের চারা রোপন করা হয়েছে তার সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি আরও জানান, প্রতিবছর জেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।


Top