আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনী মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন নিজাম উদ্দিন

বিশেষ প্রতিনিধি :

ফেনী মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন।

গতকাল ৭ এপ্রিল বুধবার বিকেলে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে যুক্ত হন এবং পুলিশ সুপার খন্দোকার নূরুনবী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিজাম উদ্দিনকে দায়িত্বভার প্রদান করেন।

নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ওসি নিজাম উদ্দিন জানান,ওসি হিসেবে আমার প্রথম প্রদক্ষেপ হবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না। এসময় মাদকের বিরুদ্ধে ‘জিরাে টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে জানান তিনি।

ইতিপূর্বে তিনি কুমিল্লা লাকসাম থানা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। তিনি ১৯৯৭ সালে পুলিশে যোগদান করেন ।পেশাগত দায়িত্ব পালনে মোহাম্মদ নিজাম উদ্দিন ফেনীর বিভিন্ন পেশাজীবী ও সকলের সহযোগিতা কামনা করেন।

 


Top