আজ || বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন       সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন       ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন       সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন        কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত       বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু       পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!    
 


বাংলাদেশী মালিকানাধীন কে.এ নিউ ওড়িষ্যা কন্ট্রাকটিং কোম্পানির উদ্যোগে বিজয় দিবস পালিত

বাহরাইন  প্রতিনিধি

বাংলাদেশী মালিকানাধীন কে.এ নিউ ওড়িষ্যা কন্ট্রাকটিং কোম্পানির উদ্যোগে বিজয় দিবস পালিত১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উদযাপন করেছে,বাহরাইনে বাংলাদেশী মালিকানাধীন কে.এ নিউ ওড়িষ্যা কন্ট্রাকটিং কোম্পানি

গত ১৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮ ঘটিকায়, জুফায়ের এলাকায়, দা স্পোট নামক হোটেলে -শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উক্ত কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার সাগর আহমেদ এর উপস্থাপনায়, কোম্পানির দুই ডাইরেক্টর জনাব আলাউদ্দিন আহমেদ এবং কামাল আহমেদের উপস্থিতিতে,অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দুতাবাস বাহরাইনের লেবার কাউন্সিলর জনাব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সমাজ সেবক মোকবুল হোসেন, সোহেল মোহাম্মদ আবদুল্লাহ, মোরশেদ আলম,সম্রাট নজরুল সিদ্দিকী।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাইদ সাজ্জাদুল করিম নাদিম, রাজিব সহ- কে এ নিউ ওরিষ্যা কোম্পানির ফোরম্যান, ম্যানেজমেন্ট এবং বাহরাইনস্থ বাংলাদেশী সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বক্তারা মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ব্যার সাথে স্বরন করেন ও বাহরাইনে দীর্ঘদিন থেকে সফলতার সাথে পরিচালিত বাংলাদেশী মালিকানাধীন উক্ত কোম্পানির প্রশংসা করেন,

কোম্পানির মালিক আলাউদ্দিন ও কামাল আহমদ বলেন, কোম্পানিতে প্রায় চারশো বাংলাদেশী শ্রমিক কাজ করছেন মাসে মাসে তাদের বেতন দেওয়া হচ্ছে আগামীতেও এভাবে সোনামের সাথে কোম্পানি পরিচালিত হবে আরো বেশী বাংলাদেশীর কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে -কোম্পানিতে কর্মরত শ্রমিক ও ম্যানেজমেন্টে যারা নিজ দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন তাদের কে কোম্পানির পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন দুই ডাইরেক্টর সহ অতিথি বৃন্দ।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ের গান আধুনিক ও বাউল গান গেয়ে উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে তুলেন, স্থানীয় শিল্পী বৃন্দ।


Top