আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


বাংলাদেশ স্কুল বাহরাইনের নিজস্ব ভূমিতে নতুন ভবনের জায়গা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কুল বাহরাইনের নিজস্ব ভূমিতে নতুন ভবনের জায়গা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশ স্কুল বাহরাইনের নিজস্ব ভূমিতে নতুন ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার দেশটির আলী শহরে স্থানীয় সময় বিকেল ৩টায় পরিদর্শন জান পররাষ্ট্রমন্ত্রী, এসময় বাংলাদেশ স্কুল বাহরাইনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরী সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার এম নুরুন নবী এবং স্কুলের সাবেক চেয়ারম্যান শাফকাত আনোয়ার বাহরাইন রাজার অফিসে জমির জন্য একটি আবেদন করেন, প্রায় এক বছর ধরে ঘনিষ্ঠভাবে সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ, বাংলাদেশ স্কুল বাহরাইন অবশেষে মে ২০০৫ সালে আ’লীতে একটি প্রধান প্লটে ছয় বিঘা জমির একটি প্লট বরাদ্দ করেন দেশটির রাজা। স্কুল টির নতুন ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চল্লিশ কোটি টাকা ও বরাদ্দ হয়।

বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরী বলেন, বাংলাদেশ স্কুল টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে- যার নামকরণ করা হবে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষী স্কুল” আগামী কিছুদিনের মধ্যে স্কুল ভবনের কাজ চালু হবে, আশাকরছি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী বাহরাইন সফরে আসলে কাজ উদ্বোধন করবেন। এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনদের সহায়তার ও বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত টাকা আসলে নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্ত করতে পারবো

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরী, প্রিন্সিপাল অরুন নায়ার, সিআইপি শফিউদ্দিন, মো. কয়েছ আহমদ, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, আইনুল হক সহ অনেকেই।


Top