আজ || মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি

{"data":{"pictureId":"4e0e9234eb7446dfb8f270c10c8bb7ed","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদক:

আরো পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদনপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর এবং স্পেন।

 

বুধবার (২৭ আগস্ট) এই অনুমোদন দেয়া হয়। এর ফলে এখন মোট ১৯টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে ইসি। এর আগে সৌদি আরবসহ কয়েকটি দেশে এই কার্যক্রম চালু করা হয়।

ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বলেন, ‘আমরা আরও চারটি দেশের জন্য অনুমতি পেয়েছি। এতে মোট দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। এর ফলে আরও বেশি প্রবাসী বাংলাদেশীকে ভোটার হিসেবে নিবন্ধন করতে এবং তাদের এনআইডি সেবা প্রদান করতে পারব।’

আগামী মাসে যুক্তরাষ্ট্রে এই নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে ইসি’র। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলসসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই কার্যক্রম চালু হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের জন্য চারটি প্রযুক্তিগত দল বাংলাদেশের দূতাবাসে গিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। এর পাশাপাশি পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বে থাকবে দুটি প্রশাসনিক দল।

এই উদ্যোগ ইসির বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করে তাদের নাগরিক অংশগ্রহণ ও প্রয়োজনীয় সেবাগুলোর সুযোগ বাড়ানো হচ্ছে।


Top