আজ || বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু       বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ    
 


বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি

{"data":{"pictureId":"4e0e9234eb7446dfb8f270c10c8bb7ed","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদক:

আরো পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদনপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর এবং স্পেন।

 

বুধবার (২৭ আগস্ট) এই অনুমোদন দেয়া হয়। এর ফলে এখন মোট ১৯টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে ইসি। এর আগে সৌদি আরবসহ কয়েকটি দেশে এই কার্যক্রম চালু করা হয়।

ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বলেন, ‘আমরা আরও চারটি দেশের জন্য অনুমতি পেয়েছি। এতে মোট দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। এর ফলে আরও বেশি প্রবাসী বাংলাদেশীকে ভোটার হিসেবে নিবন্ধন করতে এবং তাদের এনআইডি সেবা প্রদান করতে পারব।’

আগামী মাসে যুক্তরাষ্ট্রে এই নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে ইসি’র। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলসসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই কার্যক্রম চালু হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের জন্য চারটি প্রযুক্তিগত দল বাংলাদেশের দূতাবাসে গিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। এর পাশাপাশি পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বে থাকবে দুটি প্রশাসনিক দল।

এই উদ্যোগ ইসির বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করে তাদের নাগরিক অংশগ্রহণ ও প্রয়োজনীয় সেবাগুলোর সুযোগ বাড়ানো হচ্ছে।


Top