আজ || শুক্রবার, ১১ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার:

বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূত মহোদয় মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, আজ ১০ জুলাই ২০২৫ তারিখে বাহরাইনের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেন।

উক্ত বৈঠকে,পররাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত দু- দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণ সহ IISS মানামা সংলাপ ২০২৫, এ বাংলাদেশের অংশগ্রহণ, দু- দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য Foreign Office Consultation ২০২৫ এ বাংলাদেশে সচিব পর্যায়ে সফরের বিষয় সহ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বাহরাইন সফর নিয়ে ও আলোচনা করা হয়।

পরিশেষে, পররাষ্ট্র মন্ত্রী দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে গণ শুনানি ও মোবাইল কনসুল্যার ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন, এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

এ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান এন্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান মুনিরা নোফাল আল দোসেরি ও উপস্থিত ছিলেন।


Top