বিশেষ প্রতিনিধি:
বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ।
এবছর এসএসসি পরীক্ষায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ।
প্রতিষ্ঠানটির এবারের ফলাফলকে ‘সাফল্যজনক’ আখ্যা দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাহরাইনে বসবাসরত অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন এবং গ্রেড ‘এ’ পেয়েছে ৩৪ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার বলেন, “এই সাফল্য শুধু শিক্ষার্থীদের পরিশ্রমের নয়, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতেও ভালো ফল করবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”
তিনি বাংলাদেশ স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়, ফলাফলে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে একাডেমিক মনিটরিং এবং শিক্ষক প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।