আজ || বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু       বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ       ফেনীর দাগনভূঞায় যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা       ফেনীর দাগনভূঞায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা       সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা    
 


বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা

{"data":{"pictureId":"76782a333e8a4d6d96c804bc9fafa2cc","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ফলাফল পেয়ে উচ্ছ্বসিত তারা।

বাহরাইনে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৩৯জন শিক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৭জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১১ জন পাস করে, এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১জন। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষও। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৩৯ শিক্ষার্থ অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। প্রতিষ্ঠানের সাফল্যে খুশি শিক্ষকরাও। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় তাদের,

বিদেশের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সাহিদা বেগম বলেন, বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সচেতন অভিভাবক মহল এবং সর্বোপরি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল, এই বছর বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনের এইচএসসি পরীক্ষায় এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৭জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১১ জন ছাত্র-ছাত্রী পাস করেছে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা পাস করায় দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানান।

অভিভাবকগণ জনান, ‘আমরা আমাদের সন্তানদের ফলাফলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।


Top