আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


বাহরাইনে নানা আনুষ্ঠানিকতায়  বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর পূতি ও রজতজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক 

বাহরাইনে নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর পূতি ও রজতজয়ন্তী শুক্রবার (১ অক্টোবর) স্কুল মিলনায়তনে পালন করা হয়।

স্কুলের সিনিয়র শিক্ষক সনজিদ কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম,

বিশেষ অতিথি  ছিলেন শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব হারুন অর রশিদ।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুইজ চৌধুরী। এসময় স্কুলের ২৫ বছরের যাত্রা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও এতে বক্তব্য রাখেন স্কুল অভিভাবক কাউন্সিলের সদস্য আইনুল হক,পরিচালনা পর্ষদের সদস্য  প্রকৌশলী জয়নুল আবেদীন, স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সুরাইয়া শারমিন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে স্কুলের কাজ যত দ্রুত সম্ভব তিনি স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য ফুয়াদ তাহের শান্তনু, অভিভাবক কাউন্সিল সদস্য সেলিম, হাসান,জালাল, প্রকৌশলী আসিফ আহমেদ, স্থপতি ফারিয়াল খান,ড. শাহ আলম, প্রকৌশলী হুমায়ুন কবিরসহ বাহরাইনে বাংলাদেশ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।


Top