আজ || রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু       বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ    
 


বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত

{"data":{"pictureId":"4eef84bc486845e9a6e06bb0ac569011","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে সৌহার্দপূর্ন বন্ধুত্তের ঐক্য ও পারস্পরিক সম্পর্কের বন্ধন আরো দৃর করার লক্ষ্যে এক মিলন মেলা, আনন্দউৎসব ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির আলীবুরি শহরের ভিলা পুল সুইমিং পুলে স্থানীয় সময় রাত ৯টায় বাংলাদেশ বিসনেস ফোরামের কার্যনির্বাহী বোর্ডের সদস্য ও অর্থ সম্পাদক এবং Alfa Express এর স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন মুকুলের আমন্ত্রণে করা হয় এর আয়োজন।

সার্বিক তত্তাবধানে ছিল বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিসনেস ফোরামের সভাপতি মোঃ আইনুল হক সরকারের সভাপতিত্বে

ও আব্দুল হান্নান এবং আক্তারুজ্জামান সরকারের যৌথ পরিচালনায়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিসনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়োর এনডিসি।

গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশ বাহিনীর স্পেশাল ব্রাঞ্চ এসবি’র উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিআইপি শফিউদ্দিন, উপদেষ্টা মো. সেলিম, উপদেষ্টা মহিউদ্দিন, মকবুল আহমেদ,

ইঞ্জিনিয়ার হুমায়ুন, বীর মুক্তিযুদ্ধা নুর ইসলাম, খায়রুল বাশার, আবু কালাম আজাদ,

মিজানুর রহমান, সেলিম, আল মারুফ, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম নূর,

সহিদুল ইসলাম, কামাল উদ্দিন, সোহেল মিয়া, মো, রবি, মো. মনির, তাওলাদ হোসেন সহ

বিজনেস ফোরামের সকল সদস্যবৃন্ধ এবং বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ।

প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্তের বন্ধনকে আরো জোরদার করার লক্ষে এই মিলন মেলা বললেন, বাংলাদেশ বিসনেস ফোরামের অর্থ সম্পাদক এবং Alfa Express এর স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন মুকুল।

তিনি আরো জানান, এ ধরনের মিলন মেলার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসী সমাজের ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে।

সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা জানান, এমন আয়োজন তাদের মাঝে বাংলাদেশের ছোঁয়া এনে দেয় এবং কর্ম ব্যস্ততার মাঝে সাময়িকভাবে একটু বিনোদনের সুযোগ তৈরী হটপয়।

প্রধান অতিথি এত সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনে উৎসাহ প্রদান করেন।

সর্বশেষে আনন্দ প্রতিযোগীতায় বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়

এবং এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আয়োজক তোফাজ্জল হোসেন মুকুল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


Top